২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ❑ শনিবার

নিজের প্রতিষ্ঠান থেকেই চাকরিচ্যুত চ্যাটজিপিটির উদ্ভাবনকারী

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

প্রযুক্তি ক্ষেত্রে নয়া যুগের সূচনা করে বছর খানেক আগে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। সেই চ্যাটজিপিটির উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। নিজের তৈরি প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত হতে হল তাকে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলা হয়, আস্থার ঘাটতি থাকায় শুক্রবার স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ‘ওপেনএআইয়ের পরিচালনা বোর্ড। সাময়িকভাবে ওপেনএআইয়ের সিইও পদে বসছেন বর্তমানে টেকনোলজি অফিসার মিরা মুরাতি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (ট্যুইটার) হ্যান্ডেলে অল্টম্যান লেখেন, ‘ওপেনএআই সংস্থায় খুব ভালো সময় কাটিয়েছি। ব্যক্তিগতভাবে এই সময় আমার মধ্যে একটা পরিবর্তন এনেছে। এর পর কী হবে তা পরে জানাব।’

এদিকে, এই ঘটনার পরই চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতা তথা সংস্থার প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান নিজে থেকেই পদত্যাগ করেন। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘আটবছর আগে আমার ফ্ল্যাট থেকেই কাজ শুরু হয়েছিল। আমরা যা তৈরি করতে সক্ষম হয়েছি, তা নিয়ে আমি গর্বিত। একসঙ্গে আমরা অনেক কঠিন এবং ভালো সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি বলেই য়েছি।’

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত

পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল-বাংলাদেশ এলায়েন্স গঠন

কাঠমান্ডু (নেপাল) সংবাদদাতা নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন (এনবিএফএ) গতকাল সকালে...