নির্ধারিত সময়ের বাইরে মিরপুর ১০ শাহ আলী মার্কেটে বেচাকেনা, প্রশ্ন উঠছে ব্যবস্থাপনা নিয়ে।

নির্ধারিত সময়ের বাইরে মিরপুর ১০ শাহ আলী মার্কেটে বেচাকেনা, প্রশ্ন উঠছে ব্যবস্থাপনা নিয়ে।

মোঃ তানভীর খান (স্টাফ রিপোর্টার)

ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি মিরপুর ১০, যেখানে অবস্থিত শাহ আলী মার্কেট একটি জনপ্রিয় বাণিজ্য কেন্দ্র। সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী, দেশের সকল বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা থাকলেও শাহ আলী মার্কেটের চিত্র ভিন্ন। দোকানগুলো অনেক সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকে। এই অনিয়ম এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বিক্রির মূল সময় সন্ধ্যার পর শুরু হয়। বিশেষ করে কর্মজীবী মানুষ অফিস শেষে কেনাকাটার জন্য আসেন তখন। এক পোশাক বিক্রেতা জানান, “আমাদের আসল বিক্রি শুরু হয় সন্ধ্যার পর। ৮টায় বন্ধ করে দিলে অর্ধেক বিক্রি হবে না। এতে দোকান চালানো কঠিন হয়ে পড়ে।”

আরেকজন ইলেকট্রনিক্স পণ্যের দোকানি বলেন, “আমরা চেষ্টা করি নিয়ম মেনে চলতে। কিন্তু পাশের দোকান খোলা থাকলে আমি বন্ধ করে তো বসে থাকতে পারি না।"

এই নিয়মভঙ্গের কারণে ভোগান্তির মুখে পড়েছেন আশপাশের বাসিন্দারা। রাতে দোকান খোলা থাকায় ভিড়, যানজট, শব্দদূষণ, এমনকি নিরাপত্তা সমস্যাও তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম বলেন, “প্রতিদিন রাত ১১টা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটা যায় না। গাড়ি, রিকশা, হকার—সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি। ছোট বাচ্চারা ঘুমাতে পারে না।”

এক যুবক বলেন, “শুধু শব্দ না, রাত ১০টার পরে অনেক অচেনা লোকজন এলাকায় ঘোরাফেরা করে। এতে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।”

কর্তৃপক্ষের অবস্থান ও দায় এড়ানো
মার্কেট পরিচালনা কমিটির একজন জানান, “আমরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে থাকি যে, তারা যেন রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করেন। তবে বাস্তবে অনেকেই তা মানেন না। কিছু দোকানদার গোপনে খোলা রাখেন। আমাদের হাতে প্রশাসনিক ক্ষমতা নেই, তাই ব্যবস্থা নেওয়া কঠিন।”

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ উভয়েরই দায়িত্ব এই নিয়ম বাস্তবায়ন করা। ডিএমপি’র একজন কর্মকর্তা জানান, “আমরা মাঝে মাঝে অভিযান চালাই, তবে এত মার্কেটে নিয়মিত নজর রাখা কঠিন। মার্কেট কর্তৃপক্ষ যদি আন্তরিক হয়, তাহলে কাজটা অনেক সহজ হতো।”

নগর পরিকল্পনাবিদ ও জননিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের নিয়মভঙ্গ শুধু একটি মার্কেটের সমস্যা নয়, এটি বৃহত্তর শহর ব্যবস্থাপনার ব্যর্থতার চিত্র। তারা বলেন, যদি আইন প্রয়োগে শিথিলতা থাকে, তবে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়ায়। এতে নগরজীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়।

একজন বিশিষ্ট নগর বিশেষজ্ঞ বলেন, “শহরের সব অংশই যদি নিয়ম ভঙ্গ করে চলে, তবে সামগ্রিকভাবে নিরাপত্তা, যানজট, পরিবেশ দূষণ সবই বেড়ে যায়। স্থানীয় প্রশাসনকে কঠোর হতে হবে।”