শাকিব খানের পারিশ্রমিক কি ৩ কোটি?

আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা।বিশেষ করে শাকিবের পারিশ্রমিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। শাকিব খান এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা, এমন কথা প্রচার করা হচ্ছে।তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা খুশি লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না। দর্শকদের অনুরোধ করব, গুজবে কান দেবেন না।’শাকিবের পারিশ্রমিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত মাহমুদ জানান, ‘এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যেটুকু জানানো প্রয়োজন, আমরা তা ইতিমধ্যেই জানিয়েছি।’
আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা।বিশেষ করে শাকিবের পারিশ্রমিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। শাকিব খান এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা, এমন কথা প্রচার করা হচ্ছে।তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা খুশি লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না। দর্শকদের অনুরোধ করব, গুজবে কান দেবেন না।’শাকিবের পারিশ্রমিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত মাহমুদ জানান, ‘এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যেটুকু জানানো প্রয়োজন, আমরা তা ইতিমধ্যেই জানিয়েছি।’