দুই মনে দুজনার ছিল এক আকাশ

প্রকাশঃ Jul 5, 2025 - 17:53
দুই মনে দুজনার ছিল এক আকাশ

ওয়ালিদ জামান

বহুকাল দেখিনি আপনার হাসিমুখ
রাত জেগে হইনি অসুখের সুখ
লিখি ঠিক কবিতা যায় কেটে রাত
আপনাকে ভেবে আর হয় না প্রভাত!

বহুকাল রাখিনি ওই চোখে চোখ
তবু প্রেমখানি অগোচরে হোক
দেখি ঠিক মুঠোফোনে ইনবক্সখানি
উত্তর আসবেই ঠিক ঠিক জানি!

আপনি কি জেগে জেগে থাকবেন চুপ
চাইলেও মনখানি বাঁধবেন খুব
একাকীতে বারবার জল চোখ মুছে
বলবেন এভাবেই সব দুঃখরা ঘুচে!

বহুকাল বহুবার নির্জন রাতে
ভারী হওয়া নিঃশ্বাস আপনার সাথে
একসাথে বেঁধেছিল এক বসবাস
দুই মনে দুজনার ছিল এক আকাশ!