দক্ষিণখানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সম্মানে দোয়া অনুষ্ঠিত

প্রকাশঃ Jul 4, 2025 - 21:34
দক্ষিণখানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সম্মানে দোয়া অনুষ্ঠিত

তানজীন মাহমুদ তনু 

২০২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যায় শহীদ, আহত এবং তাদের পরিবারের জন্য এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (৪ জুলাই) বিকেলে রাজধানীর দক্ষিনখান থানাধীন চালাবন্ধ এলাকায় ময়মনসিংহ সমবায় সমিতির উদ্যোগে  উদ্যোগে দক্ষিনখান থানা  বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন রতন  এ বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন রতন বলেন, ‘জুলাই-আগস্টে যেসব নিরীহ নাগরিক স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী ও পুলিশবাহিনী দ্বারা সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।’ তাদের ত্যাগের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত বলেও মন্তব্য করেছেন এই  নেতা।

এ দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে  দক্ষিনখান থানা  বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মোঃ মাসুদ মিয়া  বলেন, ‘আমরা এই দোয়া মাহফিলের মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের, যারা স্বৈরাচারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। জুলাই- আগস্টে যেসব নিরীহ নাগরিক স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী ও পুলিশবাহিনী দ্বারা সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করি। পাশাপাশি, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা এবং ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িত সকলের দ্রুত ও নিরপেক্ষ বিচার হোক এবং ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসর ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা হোক।’