১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

পা ছুঁয়ে সালাম করা: ইসলামে কি জায়েজ?

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

ইসলাম ধর্মে সালাম দেওয়ার একটাই পদ্ধতি। সেটা হচ্ছে মুখে সালাম দেওয়া। এখানে পা ছুঁয়ে, ওজু করে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই।

পা ছুঁয়ে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে।

বিজ্ঞাপন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী আয়েশা (রা.), মেয়ে ফাতেমা (রা.) এবং সাহাবিগণ কখনও রাসূল (সা.) এর পা ধরে সালাম করেননি। বরং সব সময় আসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন। সুতরাং পা ছুঁয়ে সালাম করা বা কদমবুচি করা- এটা একটা সংস্কৃতির বিষয়, এটা কোনো ইসলামি সংস্কৃতিও নয়। এটি সমাজ কর্তৃক চাপিয়ে দেওয়া একটি প্রথা মাত্র।

উল্লেখ্য, যে কাউকে সালাম দেওয়া যায়। বড় ছোটকে, ছোট বড়কে। বাবা সন্তানকে, সন্তান বাবাকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এটাই ইসালামের বিধান। এমনকি কেউ যদি আমাকে সালাম দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন- তুমিও তাকে আরো উত্তমভাবে সালামের উত্তর দাও।

আমাদের মনে রাখতে হবে- আল্লাহ ছাড়া করো কাছে মাথা নিছু করা শিরক।

সূত্র : তিরমিজি শরিফ, হাদিস : ২৬৯৮-২৭২৭; শুয়াবুল ইমান, হাদিস : ৮৪৫৯

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত