২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

‘গণ-আত্মহত্যার’ হুমকি ৭ কলেজ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

দাবি আদায়ে কাফনের কাপড় পড়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সে সময় তারা দাবি আদায় না হলে ‘গণ-আত্মহত্যার’ হুমকি দেন।

শিক্ষার্থীদের দাবি হচ্ছে– সিজিপিএ শর্ত শিথিল করে, ন্যূনতম তিন বিষয়ে মানোন্নয়ের মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের সুযোগ দিতে হবে।

বিজ্ঞাপন

রোববার(২৭ আগস্ট) দুপুর থেকে তারা নীলক্ষেতে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এসময় তীব্র রোদে বিক্ষোভকারী শিক্ষার্থীদের কয়েকজনকে অসুস্থ হয়ে যেতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীদের ‘শিক্ষা নিয়ে ব্যবসা, চলবে না, চলবে না’, ‘শিক্ষা নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘ঢাবি তোমার অন্যায়, মানি না, মানব না’, ‘ঢাবি তোমার প্রহসন, মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেত মোড়ের সকল রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত হয়ে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে আসেন।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত

পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল-বাংলাদেশ এলায়েন্স গঠন

কাঠমান্ডু (নেপাল) সংবাদদাতা নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন (এনবিএফএ) গতকাল সকালে...