২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

রাজধানীতে ‘মাদক সম্রাজ্ঞী’ ফতু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

তানজীন মাহমুদ (তনু):

রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক কারবারি ফাতেমা বেগম অরফে ফতুকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-০৬, বাসা-১৫ বাউনিয়াবাধ এলাকা থেকে ফাতেমা বেগম অরফে ফতু সহ তার সহকারীকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের বলেন, গত (১৮ জানুয়ারি) রাতে আমাদের কাছে গোপন তথ্য আসে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-০৬, বাসা-১৫ বাউনিয়াবাধ, আবুল হোসেনের বাড়ির গেইটের সামনের গলি রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে এস আই আনোয়ার, এসআই মাহমুদ হাসান, এএসআই হরিদাস, এ এস আই ফরিদ সহ দুইটি টিম ঘটনা স্থলে তদন্তর জন্য পাঠালে ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। সে সময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করলে তাদের দুইজন এর কাছ থেকে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম অরফে ফতুর বিরুদ্ধে আগেরও ১৬টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন একাধিকবার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যান তারা।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত