২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

পদ্মা সেতু নিয়ে বুদ্ধিজীবীদের অমর বাণী

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

“পদ্মা সেতু আমরা নিজ অর্থায়নেই করবো” শেখ হাসিনার এই ঘোষণার পর এদেশের সুশীল, বুদ্ধিজীবী, জ্ঞানী গুনী, অবঃ সচিব, মহা সচিব, অর্থনীতিবিদ, সাংবাদিক সহ দেশপ্রেমের ধব্জাধারীরা কে কি বলেছিলেন তার কিছু বাণী চিরন্তনী নিচে উল্লেখ করলাম।
🥸 আকবর আলী খান, ৩০ জুন ১২, বিডিনিউজ২৪ ডটকম।
দাতাদের ছাড়া পদ্মাসেতু নির্মাণ করলে দেশের কখনই ভালো হবে না, এটি সম্ভব না।
🥸 ড.সালেহ উদদীন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক,১৩ জুলাই ১২
সাপ্তাহিক সোনার বাংলা। – নিজ অর্থায়নে সরকার পদ্মাসেতু করার যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার ইচ্ছা করলে ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবে কিন্ত শেষ করতে পারবে না।
🥸 দেবপ্রিয় ভট্টাচার্য, ১ জুলাই ১২ বাংলাদেশ প্রতিদিন।
এতো বড় প্রকল্প বাস্তবায়নে অনেক বৈদেশিক মুদ্রা প্রয়োজন, যা যোগান দিতে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়বে। এর দায় সরকার এড়াতে পারবে না।,,,,তবে এজন্য তাদের ও ভয়ংকর নতুন সমস্যায় পড়তে হবে।
🥸 ড. আহসান এইচ মনসুর, ১ জুলাই ১২, ডেইলি স্টার।
শুরু করতে পারলেও শেষ করার গ্যারান্টি থাকবে না। ….এই মুহূর্তে সরকার নিজস্ব অর্থে করতে গেলে ডলারের দাম আরো বেড়ে যাবে এবং টাকার মান ব্যাপকভাবে কমে যাবে।বাড়বে অযাচিত মুদ্রাস্ফীতি। দেশে দুর্ভিক্ষ দেখা দেবে।
🥸 ড. মোস্তাফিজুর রহমান, ১ জুলাই, দৈনিক সংবাদ।
এই মুহূর্তে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু শুরু করা হলে দেশের অন্যসব অবকাঠামো উন্নয়নের জন্য যে কাজগুলো করা যেতো সেগুলো আর হবে না।
🥸 ড. শাহ্দীন মালিক, প্রথম আলো, ১৫ আগষ্ট ১২,
পদ্মাসেতু দেশী অর্থায়নে হবে না, এটি আবেগের কথা, সম্ভব নয়।
🤪 বেগম খালেদা জিয়া, ৩০ জুন ১২ – দৈনিক মানবজমিন।
সরকার যতই বলুক, এ সরকারের আমলে পদ্মাসেতু আর হবেনা। জোড়া তালি দিয়ে করা ঐ সেতুতে কেউ উঠবেন না, রিস্ক আছে। 😅😂🤣
❤️❤️❤️ এতো জ্ঞানীর কথার পর আমার একটাই বক্তব্য, – পদ্মা সেতুর কাজ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রমাণ করলেন এই সব প্রাজ্ঞ, বিজ্ঞ, বিশেষজ্ঞরা যোগ্যতার উচ্চতায় শেখ হাসিনার হাঁটুর অনেক অনেক নিচে। শেখ হাসিনার চেয়ে বিজ্ঞ পরিকল্পনাবিদ, দূরদৃষ্টিসম্পন্ন সাহসী রাজনৈতিক নেতা, বিজ্ঞ অর্থনীতিবিদ, প্রশ্নাতীত দেশপ্রেমিক রাষ্ট্রনেতা এই মুহুর্তে এই বাংলায় তো একজনও নাই এমনকি এই উপমহাদেশেও নাই।

AFM NURUS SAFA CHOWDHURY ndc.
BCS ’82 BATCH.
( কপি)

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত

পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল-বাংলাদেশ এলায়েন্স গঠন

কাঠমান্ডু (নেপাল) সংবাদদাতা নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন (এনবিএফএ) গতকাল সকালে...