২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

গোসল করতে করতে মুত্রত্যাগের অভ্যাস ছাড়ুন, না হলে বিপদ

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

গোসলের আগে প্রস্রাব করার ঘটনা স্বাভাবিক। তবে কিছু মানুষ আছেন, যারা গোসলের সময় অর্থাৎ শরীরে পানি পড়ার সঙ্গে সঙ্গেই মূত্রত্যাগ করেন। এই অভ্যাস যাদের আছে তারা কিন্তু একসঙ্গে দুটি কাজ করেন। তবে অনেকেরই হয়তো জানা নেই, গোসলের সময় প্রস্রাবের অভ্যাস হতে পারে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

কেন গোসলের সময় প্রস্রাব বিপজ্জনক? এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো নিম্নরুপ:

বিজ্ঞাপন

শ্রোণি বা পেলভিক পেশি দুর্বল হয়

চিকিৎসকদের ধারণা, গোসলের সময় প্রস্রাব করা নারীদের জন্য বেশি ক্ষতিকর। এর প্রধান কারণ হলো, মেয়েরা যখন দাঁড়িয়ে প্রস্রাব করার চেষ্টা করেন, তখন তারা মূত্রাশয় সম্পূর্ণ খালি করতে পারেন না। ফলে শ্রোণি বা পেলভিক পেশিতে বেশি চাপ পড়ে এবং তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।

অন্যদিকে পুরুষদের প্রোস্টেট গ্ল্য়ান্ড থাকায় তারা দাঁড়ানো অবস্থায়ও ঠিকমতো প্রস্রাব করতে পারেন। যদিও নারী-পুরুষ যেই হোন কারও উচিত নয়, গোসল করতে করতে প্রস্রাব করা।

মূত্রাশয় দুর্বল হতে পারে

বিজ্ঞাপন

আপনি যখন গোসলের সময় পানির কুলকুল শব্দের সঙ্গে প্রস্রাব করেন, তখন কিন্তু তা অভ্যাসে পরিণত হয়। এ ক্ষেত্রে আপনি কিন্তু মূত্রাশয়কে শিক্ষা দিচ্ছেন যে এটি জলের শব্দ পেলেই সংকুচিত হবে। আর এই কারণে অভ্যাসবশত জলের শব্দ পেলেই এ ধরনের মানুষজন যেখানে সেখানে মূত্রত্যাগ করতে পারেন।

বিশেষজ্ঞের মতে, এই অভ্যাস পেলভিক ফ্লোর ডিসফাংশনের কারণ হতে পারে। এ ধরনের ব্যক্তিদের কোনো শব্দ শুনলেই প্রস্রাব হয়ে যেতে পারে।

বাথরুম কিন্তু টয়লেট নয়

বিজ্ঞাপন

বিশেষজ্ঞের মতে, বাথরুম আর টয়লেট দুটো আলাদা স্থানে হওয়া ভালো। তবে গোসলের সময় আপনি যদি শাওয়ারের সঙ্গে প্রস্রাব করেন তাহলে গোসলের স্থানটি কিন্তু নোংরা হবে। অথচ গোসলের জায়গা পরিষ্কার রাখা উচিত সবারই।

প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি

চিকিৎসকরা পরামর্শ দেন, আপনার যদি মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) থাকে আর আপনি পাবলিক টয়লেট কিংবা বাথরুম ব্যবহার করেন, তাহলে এই গোসলের সঙ্গে মূত্রত্যাগের অভ্যাস এখনই ছাড়ুন। কারণ, আপনার প্রস্রাবের জীবাণু বাথরুমে থাকতে পারে এবং অন্য কাউকে তা প্রভাবিত করতে পারে। এমনকি আপনি নিজেও মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হতে পারেন। তাই গোসলের সময় সবারই সতর্ক থাকা উচিত।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত