ঢাকায় সভা নিয়ে ভারত-পাকিস্তান টানাহেঁচড়া, নিজেদের অবস্থান জানাল বাংলাদেশ

দুই দেশের বৈরী সম্পর্কের কারণে আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত। এমনকি ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়েও আপত্তি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি ঢাকায় সভা করার বিষয়ে বদ্ধপরিকর।ঢাকায় এসিসির এজিএমের জন্য নির্ধারিত সময় আগামী ২৪ ও ২৫ জুলাই। যার মাত্র একদিন বাকি থাকলেও পিসিবি ও বিসিসিআই কেউই তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। ফলে বিড়ম্বনায় পড়েছে এজিএমের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসিসির পূর্ণ সদস্য দেশ পাঁচটি। এর মধ্যে তিনটি সদস্যই যোগ দিতে চাইছে না এসিসি সভায়। গতকাল মঙ্গলবার বিসিবি সভাপতি এজিএম নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'এসিসি একটা সংস্থা, এশিয়ার পাঁচটা পূর্ণ সদস্য এবং ২৫টা সহযোগী দেশ নিয়ে এটা কাজ করে। এসিসি আমাদের কাছে প্রস্তাব করেছিল, এজিএমটা (বার্ষিক সাধারণ সভা) আয়োজন করতে চাই কি না। আমরা সেটাতে রাজি হয়েছি। এটা এসিসির প্রোগ্রাম। আমরা শুধু লজিস্টিক সাহায্য করব।'
আজ (বুধবার) বিসিবি সভাপতির সঙ্গে একটি সভা রয়েছে মহসিন নাকভির। সেখানকার আলোচ্য বিষয় নিয়ে বুলবুল বলেন, 'পাকিস্তানের (পিসিবি) সভাপতি আসছেন (আগামীকাল)। উনি এখন এসিসির সভাপতি। যেহেতু এটা তার প্রোগ্রাম, তবে তার ফাঁকে ফাঁকে আমাদের দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানো যায় কি না এবং ক্রিকেট নিয়ে আলোচনা (করব)।'ভারতসহ তিনটি পূর্ণ সদস্য দেশকে বাদ দিয়ে এসিসির সভা করলে ক্রিকেটীয় ভূ-রাজনীতিতে কোনো সমস্যায় পড়বে কি না বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, 'আমার মনে হয় না। ক্রিকেট সবার ওপরে। আমরা শুধু আয়োজক। এর আগে আমরা কখনো আয়োজন করিনি। আমরা চেষ্টা করব একটা ভালো এজিএম যাতে হয়।'