ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ Jul 23, 2025 - 12:35
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা। তিনি নিজেই গ্লাভস পরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এতে অংশ নেন অন্যান্য চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরাও।দেড় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, মাঠ ও চলাচলের রাস্তাসহ বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। এছাড়াও ব্লিচিং পাউডার ও পানি দিয়ে মেঝে ও দেয়াল ধুয়ে ফেলা হয়। অভিযান শেষে হাসপাতালের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।এমন উদ্যোগে খুশি রোগী ও তাদের স্বজনরা। তবে তারা দীর্ঘদিন ধরে চলা চিকিৎসক সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্য মো. সাদ্দাম বলেন, “আজ নিজ হাতে হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন স্বাস্থ্য কর্মকর্তা। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। তবে চিকিৎসক সংকট দীর্ঘদিনের সমস্যা। এটি দ্রুত সমাধান হওয়া উচিত।”ডা. রাজীব সাহা বলেন, “নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছি। এর মূল লক্ষ্য মানুষকে সচেতন করা—যাতে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকে। হাসপাতালের জনবল সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ চলছে।”হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক স্বল্পতা ও অন্যান্য সংকটের কারণে রোগীরা অনেকসময় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।