স্ট্রাইকার একিটিকেকে দলে নিচ্ছে লিভারপুল

এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্ট থেকে স্ট্রাইকার হুগো একিটিকেকে দলে নেবার ব্যপারে সম্মত হয়েছে লিভারপুল। বিভিন্ন গণমাধ্যমের সূত্রঅনুযায়ী ৬৯ মিলিয়ন ডলারের প্রাথমিক চুক্তিতে একিটিকেকে দলে ভেড়াচ্ছে অল রেডসরা।প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নলিভারপুল সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের দিকে শুরুতে নজড় দিয়েছিল। কিন্তু নিউক্যাসল ইসাককে ছাড়তে রাজী না হলে একিটিকের দিকে আগ্রহী হয় লিভারপুল। ইসাককে ছাড়তে ১৫০ মিলিয়ন পাউন্ড দাবী করেছে ম্যাগপাইরা। নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইচেডও একিটিকের ব্যপারে আগ্রহী ছিল। কিন্তু ইউরোপের এই মুহূর্তে অন্যতম সেরা তরুণ এই স্ট্রাইকারকে পেতে শেষ পর্যন্ত সফল হয়েছে লিভারপুল। ২৩ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যানকে দলে নিতে শেষ পর্যন্ত আরো ১০ মিলিয়ন পাউন্ড যোগ করার সম্ভাবনা রয়েছে লিভারপুলের। সব মিলিয়ে তার জন্য লিভারপুলকে ৭৯ মিলিয়ণ পাউন্ড ব্যয় করতে হচ্ছে। ট্রান্সফারের প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন হলে আর্নে স্লটের দলের সাথে প্রাক-মৌসুম এশিয়া সফরে যোগ দিবেন একিটিকে।
পিএসজি থেকে বুন্দেসলিগা ক্লাবে যোগ দেবার পর গত মৌসুমে ফ্র্যাংকফুর্টের হয়ে একিটিকে সব ধরনের প্রতিযোগিতায় ৪৮ ম্যাচে ২২ গোল করেছেন একিটিকে। শনিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এফএসভি ফ্র্যাংকফুর্টের বিপক্ষে বদলী বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামানো হয়নি। ফ্র্যাংকফুর্ট বস ডিনো টপমোলার স্বীকার করেছেন একিটিকের বিদায় তার দলের জন্য অনেক বড় ক্ষতি। সম্প্রতি স্পেনে সড়ক দূর্ঘটনায় দিয়োগো জোতার মৃত্যুর পর লিভারপুল ট্রান্সফার উইন্ডোতে ফরোয়ার্ড দলে নেবার দিকে মনোযোগী হয়েছে। এদিকে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে ছেড়ে দেবার বিষয়েও একমত হয়েছে লিভারপুল। অন্যদিকে প্রথম প্রস্তাব লিভারপুল বাতিল করে দেবার পর কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ইতোমধ্যেই জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান রিটজকে ১১৬ মিলিয়ন পাউন্ডে বায়ার লেভারকুসেন থেকে দলে ভিড়িয়েছে লিভারপুল। এছাড়া দুই ডিফেন্ডার জেরেমি ফ্রিমপং ও মিলোস কারকেজকে লেভারকুসেন ও বোর্নমাউথ থেকে দলে নিয়েছে। জর্জিয়ান গোলরক্ষক গিওর্গি মামারাডসভিলিকে ভ্যালেন্সিয়া থেকে দলে এনেছে লিভারপুল।