১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

সুখের ঠিকানা কেউ জানেনা

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

সুখের ঠিকানা কেউ জানেনা

পরী ফিরোজা

বিজ্ঞাপন

সুখ তোমার ঠিকানা বলো,
সুখের খোঁজ করি চলো।
খুব জানতে ইচ্ছে করে,
যেতে ইচ্ছে করে,
সুখের অন্তঃপুরে ।
সুখী হতে সবাই চায়,
ক-জনার ভাগ্যে সুখ হয়।
সুখ কি এমন হয়,
যথাতথা পাওয়া যায় ।
বাগানের ফল নয়,
কুড়াইয়া আঁচলে লয় ।
এ ঘর বাঁধিনু সুখের লাগিয়া,
সুখ খুঁজে খুঁজে কাঁদিয়া মরিলা।
সত্যি কি তুমি সুখী হইলা ?
সুখের সঙ্গা খুবই কঠিন ,
জীবন টা আজ বড়ই জটিল ।
তাইতো সুখরা হারাতে বসেছে,
অসুখ জায়গা দখল করেছে।
উত্থান, ক্রমবিকাশ, পতন ,
প্রতিটা জীবনে সমান যতন।
উত্তম কর্ম, যে বেশি করেছে,
সুখের প্রাপ্তি সে ততবেশি পেয়েছে।
ত্যাগ ই শান্তি ,
ভোগে অশান্তি ,
ত্যাগীরা পেয়েছে মহা প্রশান্তি।
সুখের ঠিকানা খুঁজিয়া পেলাম,
সুখের লাগিয়া, ভোগকে বিদায় দিলাম।
নদীর মত চলতে শেখ ,
পাহাড়ের ঐ উদারতা দেখ ।
সমুদ্রের ঐ বিশালতার কাছে,
আকাশ গিয়ে মিশে আছে ।
সৃষ্টির সাথে স্রষ্টার কি মিল আছে,
দেখি যদি গিয়ে কাছে ।
স্রষ্টা আর সৃষ্টি এক হয়ে গেছে,
কি অপরূপ নিপুণ কৌশলের মাঝে ।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত