২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ মঙ্গলবার

জবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় একটি শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শিপ্রা সরকার বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। সকল বাধা-বিপত্তিকে পিছনে ফেলে নারীই হবে আপন আলোয় উদ্ভাসিত নক্ষত্র। আমি নারী ও পুরুষকে একই সূত্রে দেখতে চাই, তবে নারী দিবসের আলাদা গুরুত্ব সমাজে প্রতিফলিত হোক আজকের এইদিনে সেই কামনা ব্যক্ত করছি।’ তিনি আরো বলেন, ‘আজকের এই নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শোষণ-বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্বও অনেক। শুধু দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার সীমাবদ্ধ নয়। দিবস পালনের সঙ্গে নারীর অধিকারের যথাযথ মর্যাদা দিতে হবে। দেশের প্রতিটি সেক্টরে নারীর যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে, এটাই আমাদের চাওয়া।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, নারীদেরকে তার স্বীকৃতি দিতে ভাষাগত কার্পণ্যতার বিরোধী আমি। নারীদের অবদান ও উপজীব্যকে যথাযথ মর্যাদা দিতে হবে যাতে করে তাদের অবদান সমাজ থেকে বিলীন না হয় কিংবা খাটো করে দেখা না হয়। নারী উপযোগী ও সহযোগী সমাজ ও পরিবেশ প্রত্যাশা করছি আমরা।

এ সময় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকী, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শিপ্রা সরকার, সহযোগী অধ্যাপক ড. ফারহানা জামান, সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. আয়শা ডেইজি, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক শিরিন সুলতানা, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, সহকারী অধ্যাপক ফেরদৌস হোসাইনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত