২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

ইবিতে প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ২০৯

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের তিনটি (‘এ’, ‘বি’ ও ‘সি’) ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭-২৯ আগস্ট তিন দিন স্নাতক(সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে তিনটি ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছ ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত