২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ সোমবার

থ্রি হুইলার দাপট রুখবে কে ?

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

চট্টগ্রাম শহরে এবং চট্টগ্রাম শহর হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর থেকে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফিরতে আরম্ভ করেছে । আজ বৃহস্পতিবার সরকারি অফিস-আদালত খোলা থাকায় বাধ্য হয়ে ফিরতে হয়েছে অনেকের । এতে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফিরে আসা ব্যাংকার, যাত্রী মোঃ রফিকুল ইসলাম বলেন, মানুষ আপন কর্মস্থলে ফিরে আসছে। তবে ঘন্টার পর ঘন্টা যানজটে পরে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের জন্য তিনি একমাত্র দায়ী করেছেন থ্রি হুইলারকে । চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাজার হাজার থ্রি হুইলার চলাচল করছে। এ যানবাহন চালকদের কারো নেই দক্ষতা নেই কোনো কাগজপত্র। লোকাল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে চুক্তি করে চলছে এসব থ্রি হুইলার। পাশাপাশি মটর চালক লীগসহ তথাকথিত লীগের আশ্রয়-প্রশ্রয়ে দাপিয়ে বেড়াচ্ছেন থ্রি হুইলার । এইসব থ্রি হুইলারকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন সংগঠন। তারা চালিয়ে যাচ্ছেন অবৈধ চাঁদাবাজির বাণিজ্য। অলিগলি থেকে হঠাৎ বের হয়ে মহাসড়কে উঠে যাচ্ছে বেপরোয়া গতিতে।এতে হরহামেশা ঘটছে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার কারণে গত এক সপ্তাহে ১০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এলাকা অনুসারে পুলিশের টোকেন চুক্তিতে নিষিদ্ধ এসব যানবাহন চলাচল করে। এছাড়া ব্যাটারিচালিত রিকশাগুলোও চলছে আপন গতিতে। এইসব ব্যাটারিচালিত রিকশার যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানিকৃতের পাশাপাশি দেশি নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে স্থানীয়ভাবে সংযোজন করে ব্যাটারিচালিত রিকশাগুলো তৈরি করা হয় ।এতে প্রতিদিন বিপুল পরিমাণ অবৈধ বিদ্যুৎ ব্যবহার হয়। নগর এলাকায় যানজট ও দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত হওয়ার পর ২০১৫ সালে নিষিদ্ধ হয় ব্যাটারিচালিত অটোরিকশা।

পাশাপাশি মহাসড়কেও অটোরিকশাসহ কম গতির যানবাহন নিষিদ্ধ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। মহাসড়কে দ্রুতগতির বড় বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে এইসব থ্রি হুইলার। চালকদের দাবি, মহাসড়কের ওপর দিয়ে এসব যানবাহন চলতে না দিলে তাদের জীবন থমকে যাবে। অনেক সময় বিকল্প রাস্তা না থাকায় মহাসড়কের ওপর দিয়েই এসব যানবাহন চালাতে হয়। চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচলকারী দূরপাল্লার চালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার জন্য গাড়ি চালানোই দায়! হঠাৎ করেই সামনে চলে আসে, গাড়ি নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হয়। যার কারণে হরহামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা। কোনও আইনি ব্যবস্থা না থাকায় দিন দিন বাড়ছে এসব গাড়ির পরিমাণ। পুলিশের পক্ষ থেকে দাবি করছেন তারা নিয়মিত মামলা দিচ্ছেন এর পরও তাদের ঠেকানো যাচ্ছে না। যাত্রী কল্যাণ পরিষদের দাবি তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এসব থ্রি হুইলার দের রুখে দেওয়া সম্ভব হবে না।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত