২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ মঙ্গলবার

কুমিল্লার মনোহরগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

জেলার মনোহরগঞ্জ উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মির্জাপুর নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বেলা ১১টায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিয়ে, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এ বিষয়ে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোডশেডিং হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ি নাই বা বাড়ি করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ি করে দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক সভাপতি স্কুল পরিচালনা কমিটি মাষ্টার দ্বীন মোহাম্মদ, মির্জাপুর নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত