১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

রামগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ, আহত ৮

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি:

লক্ষীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে রামগঞ্জ থানা পুরিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসমাইল একাদশ ও তারেক একাদশ অংশগ্রহন করে। খেলা চলাকালে স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেনের উস্কানীতে দুই পক্ষের সমর্থকের মাঝে হঠাৎ করে উত্তেজনার সৃস্টি হয়। এরই জের ধরে মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে খেলোয়াড়সহ সমর্থকরা। পরে সন্ধ্যায় মেম্বারের লোকজন স্থানীয় কামীল বাড়ীর রায়হানের বসতঘরে হামলা চালায়। এসময় শাকিল, রায়হান, মনসুর, পারভেজ হোসেন, মিঠু, ইমন, মাহফুজ ও রুমা আক্তার আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

চিকিৎসাধীন অবস্থায় আহত শাকিল, রায়হান, রুমা আক্তার বলেন, মাঠে সুন্দরভাবে খেলা চলছিল। এসময় খেলা চলাকালে দর্শকের সারিতে বসে এমরান মেম্বার উস্কানীমূলক কথা বলার কারনে সংঘর্ষ শুরু হয়। পরে মেম্বারের লোকজন আমাদের বসতঘরে হামলা করে। আমরা সংশ্লিষ্টদের কাছে বিচার দাবী করছি।

টুর্নামেন্টে আয়োজক কমিটির প্রধান ইয়াসিন আরাফাত শুভ বলেন, খেলা চলাকালে ইসমাইল একাদশের একজনকে হলুদ কার্ড দেয় দ্বায়িত্বরত রেপারি। এর জের ধরে এমরান মেম্বারের উস্কানীতে ইসমাইল একাদশের সমর্থকরা বিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ইউপি সদস্য এমরান হোসেন বলেন, খেলার মাঠে সংঘর্ষের ঘটনায় আমি কিছুই জানি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।

এব্যাপারে জানতে চাইলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন বলেন, ঘটনাটি শুনেছি, উভয়ের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় কোন আভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত