২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ মঙ্গলবার

কুমিল্লায় টিসিবির পণ্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

জেলায় আজ টিসিবির পণ্য অতিরিক্ত দামে দোকানে বিক্রি ও বাসা বাড়িতে অবৈধভাবে মজুদের অভিযোগে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মশুরের ডাল জব্দ করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার কর্মকর্তারা সকাল ১০টায় মহানগরীর কালিয়াজুড়ি এলাকায় এ অভিযান –পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বাসসকে জানান, কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকার ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ফয়সালুর রহমান তার দোকানে টিসিবির তেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বাসা থেকে জব্দ ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মশুরের ডাল এতিমদের মাঝে বন্টনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হন্তান্তর করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত