১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

সিনেমায় প্রথম হিরো হিসেবে শাকিব খানকে চাই: লাকি

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

কুরসিয়া জামান প্রিতম:

বর্তমান প্রজন্মের তরুণ মডেল অভিনেত্রী ‘লাকি হামিদ’। ছোট পর্দায় কাজ করছেন নিয়মিত। এর মধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও। বর্তমানে ব্যাস্ত সময় পার করছেন লাকি।

বিজ্ঞাপন

বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে “দি ডেইলি ট্রাইবুনাল”র সাথে কথা বলেন অভিনেত্রী ‘লাকি হামিদ’।

মিডিয়ায় কিভাবে আসা জানতে চাইলে ‘লাকি’ বলেন, ‘আমি ২০১৪ তে রিয়েলিটি শো এর মাধ্যমে মিডিয়া জগতে আসি। তারপর পারিবারিক কারণে অনেকদিন মিডিয়ার থেকে দূরে থাকি, পরে আবার যুক্ত হয়ে এখন নিয়মিতই কাজ করছি।’

প্রথম কাজের অভিজ্ঞতা কেমন ছিলো? জবাবে লাকি জানান, ‘আমার প্রথম কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল। বেশ সাপোর্ট পেয়েছি। তবে যেহেতু প্রথম কাজ ছিলো সেই জন্য একটু নার্ভাস ছিলাম। কিন্তু কখনো মনে হয়নি যে আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না। যেহেতু প্রথম কাজে সফল হয়েছি সেই হিসেবে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল।’

সম্প্রতি কি কাজ করেছেন? এবং সামনে আর কি কাজ রয়েছে? জবাবে লাকি বলেন, ‘সামনে আমার একটা নতুন নাটক আসছে, নাটকটির নাম ‘তবুও ভালোবাসি’। সম্প্রতি আমার একটি ‘ডিভোর্সি’ নামে নাটক রিলিজ হয়েছে। তাছাড়াও আমার দুটো মিউজিক ভিডিও আসছে।’

বিজ্ঞাপন

বড় পর্দায় কাজ করার প্রসঙ্গে লাকি জানান, ‘সিনেমার কাজের প্রস্তাব আমার আসে কিন্তু সব দিয়ে না মেলায় কাজ করছি না। তবে বড় পর্দায় কাজ করার ইচ্ছে তো আমার অবশ্যই আছে। দেখি যদি মনের মতো গল্প পাই এবং সব দিক দিয়ে মিলে যায় তখন কাজ করবো।’

সিনেমায় কাজ করলে প্রথম হিরো হিসেবে কার সাথে কাজ করতে চাইবেন জানতে চাইলে লাকি বলেন, ‘আমার খুব পছন্দের হিরো শাকিব খান। তাই সিনেমায় কাজ করলে আমার প্রথম হিরো হিসেবে আমি শাকিব খানকেই চাই। ব্যাক্তিগত ভাবেও শাকিব খানকে আমার ভালো লাগে।’

ফিল্ম ইন্ডাষ্ট্রির বর্তমান অবস্থার বিষয়ে লাকি হামিদ বলেন, ‘বাংলাদেশের ফিল্ম ইন্ডাষ্ট্রির নব্বই দশক আর বর্তমান অবস্থায় অনেক তফাৎ রয়েছে। আগে অনেক ভালো ভালো ছবি রিলিজ পেতো। বর্তমানেও যেভাবে চলছে, যদি স্টার লেভেলের সবাই কাজ করতো তাহলে আরো এগিয়ে যেতো ইন্ডাষ্ট্রি। দেশে টানা কয়েকটা ভালো ছবি আসলে মাঝে অনেকটা সময় আর তেমন ছবি আসে না। যদি বড় বড় সব আর্টিস্টরা কাজ নিয়মিত কাজ করতো, একের পর এক ভালো সিনেমা চলতো তাহলে দেশের সিনেমা ইন্ডাষ্ট্রি আরো ওপরে যেতো। দেশের বাইরে অনেক পরিচিতি পেতো।’

বিজ্ঞাপন

নাটকে কাজের বাইরেও অবসর সময়ে অনলাইন বিজনেস এবং রান্নার চ্যানেল পরিচালনা করেন লাকি হামিদ।

নিজের অভিনয়ে কতটুকু সন্তুষ্ট জানতে চাইলে লাকি জানান, ‘আমার কাজে আমি সন্তুষ্ট। তবে আমার চাই আরো ভালো করতে। আরো ভালো ভালো গল্পে কাজ করতে। সেখানে নিজের সবটা দিয়ে কাজ করতে। আমি এখনো কাজ শিখছি। শেখার তো কোন শেষ নেই। সামনে আমি আরো ভালো কাজ সবাইকে উপহার দিতে চাই।’

বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিনেত্রী লাকি জানান, ‘আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। যদি মনের মতো কেউ মিলে তাহলে ভাববো। কিন্তু এখন নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চায়। আগে স্বপ্নগুলো পূরণ করতে চায়।’

জয়পুরহাটের মেয়ে ‘লাকি হামিদ’। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো অভিনেত্রী হওয়ার। পরিবারের কেউ মিডিয়া যুক্ত না থাকায় এবং মিডিয়ায় কাজ করা পছন্দ না করায় মিডিয়া থেকে বিরতি নিয়ে, সংগ্রাম করে পরিবারকে মানিয়ে আবারো যুক্ত হোন মিডিয়ায়। আর এভাবেই পুরণ করেছেন নিজের শখ বা স্বপ্ন। এখন আরো ভালো, বড় অভিনেত্রী হওয়া লড়াইয়ে তিনি। তার কাজের মাধ্যমে সবার মনে থাকতে চায় লাকি।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত