১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

বাহবা পেতে তারা এসব করেছে: সিপিডিকে পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগে (সিপিডি) অনেক ‘রাশান’ অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অংক কষে ব্যাংকিংখাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের আজগুবি তথ্য দিয়েছে। বাহবা পাওয়ার জন্য তারা এসব করেছে।

আজ মঙ্গলবার সকালে নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন, তাদের অনেকেই রাশান ইকোনমিস্ট। তারা ঘরে বসে অংক কষে আজগুবি নাম্বার বের করেছে বাহবা পাওয়ার জন্য।

সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবি প্রসঙ্গে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনেকেই গোপনে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত