১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ রবিবার

আগামীকাল থেকে ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

ঈদুল-ফিতরের লম্বা ছুটি শেষে সরগরম অফিস পাড়া। এই ছুটি শেষ হতে না হতেই ফের ৩ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হবে টানা তিন দিনের ছুটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে তিনদিন ছুটি কাটিয়ে রোববার (০৭ মে) থেকে অফিস শুরু হবে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে ২৩ এপ্রিল খুলেছে সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। ২৪ এপ্রিল অফিস খুললেও অনেকে ঐচ্ছিক ছুটি কাটিয়ে ফেরেন কর্মস্থলে। ফলে পুরো সপ্তাহ কেটে যায় ছুটির আমেজে। অনেকে আবার অতিরিক্ত ছুটি নিয়ে ২ মে অফিসে যোগ দেন।

কেননা গত ৩০ এপ্রিল অফিস করেই পরের দিন আবার মহান মে দিবসে সরকারি ছুটি ছিল। মে দিবসের ছুটি শেষে আবার মঙ্গলবার (২ মে) ও বুধবার (৩ মে) দুদিন অফিস খোলা। এরপর আবার আগামীকাল (বৃহস্পতিবার) থেকে টানা তিন দিনের ছুটি। তাই বলা যায়, ঈদ পর থেকেই ছুটির আমেজে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, আগামী জুন মাসের শেষ সপ্তাহে ঈদুল আজহা উদযাপন হবে। অবশ্য এর আগে সাপ্তাহিক বাদে আর কোনো সরকারি ছুটি নেই।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত