২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ সোমবার

নবাগতদের নতুন প্লাটফর্ম ‘প্রান আপ মিউজিক শাটল’

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি

‘প্র্রাণ আপ মিউজিক শাটল’ নামে নতুন একটি প্লাটফর্ম থেকে তরুন প্রতিভাবান গায়ক গায়িকার গান প্রকাশ করা হবে। ভিন্নধারার এই রিয়েলিটি শো ডিজিটাল প্লাটফর্মে নিয়মিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়েই শুরু করছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক এর সুর ও সঙ্গীত পরিচালনায় প্রকাশ পাবে বিজয়ীদের মিউজিক অ্যালবাম। ডিজিটাল প্লাটফর্মে আহ্বানকৃত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের ৩ গুণী কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাসে ধরে প্রান আপ এর অফিসিয়াল ফেসবুক পেজ এ প্রথম ঘোষণা দিয়ে তরুণ তরুনীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান । সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক গায়িকা স্থান করে নিয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেক এর সুর ও সঙ্গীতে। সেখান থেকেই শীর্ষ ৫ জনের ঈদে মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে প্রান আপের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
পুরো আয়োজন প্রসঙ্গে এর কো-অর্ডিনেটর ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন,‘তরুনদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটল এর অফারটা আমার কাছে দারুণ মনে হলো। অবাক করার মতো বিষয় হলো মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যা মুগ্ধ করেছে। বিচারকদেরও প্রায় হিমশিম খেতে হচ্ছে। এরই ভেতরে দেশের বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিত নবাগতদের গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় নিজেদের রায় দেবেন। পুরো বিষয়টি চুড়ান্ত হলেই আমরা সেরা ১০ জনের নতুন অডিও গান রিলিজ দেব। এর ভেতরে থেকে সেরা ৫ জনের মিউজিক ভিডিও মুক্তি পাবে। যেখানে দেশের জনপ্রিয় অভিনয় শিল্পীরা অংশ নেবেন। ব্র্যান্ডএকজন মেধাবী গায়ককে তার উপযুক্ত প্লাটফর্ম দেবার জন্য এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’
ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন,‘আমরা এবছর থেকে এই ডিজিটাল প্লাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভাল কিছু গায়ক গায়িকাকে আমরা উপহার দিতে পারবো আশা করছি।’
দেশবরেণ্য কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগনিত তরুনদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্লাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভ কামনা।’
কন্ঠশিল্পী অণিমা রায় বলেন,‘আমি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে পড়াই। তাই নতুনদের একটি ভাল প্লাটফর্মের প্রয়োজন অনুভব করি সবসময়।অংশগ্রহনকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। আমি মনে করি এমন একটি প্লাটফর্ম পেলে অবশ্যই ওরা ভাল করবে।’
তানজির তুহিন বলেন,‘তানভীর ভাই যখন বললেন পুরো আইডিয়াটি। আমার কাছে দারুণ লাগলো। আর এর সাথে কুমার বিশ্বজিৎ দাদা রয়েছেন। আমি বরাবরই তরুনদের পক্ষে। আমাদের আভাস এর একটি গানও করেছি তরুনদের পাঠানো লিরিক দিয়ে। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগিয়ে অনেকেই নিজেদের মেধার বিকাশটা করতে পারবে।’
পুরো আয়োজনটি শেষ হলে আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মান শুরু হবে। ভিডিও নির্মান করবেন নাজমুল হুদা শাপলা। ঈদ উপলক্ষে গানগুলি রিলিজ দেয়া হবে বলে জানান।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত