২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ মঙ্গলবার

কিংসের ‘প্রতিশোধের’ মঞ্চে আবাহনীর ‘ফেরার’ লড়াই

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

জাতীয় দলের ফিফা উইন্ডো শেষে ১৫ দিন পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আজ দশম রাউন্ডে চারটি ম্যাচ। চার ম্যাচের মধ্যে সবার দৃষ্টি বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ম্যাচের দিকেই।

লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামা ঢাকা আবাহনী নয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। হার দিয়ে এবার প্রিমিয়ার লিগ শুরু করা বসুন্ধরা কিংস পরের ৮ ম্যাচ টানা জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ঢাকা আবাহনীর সঙ্গে তাদের ৬ পয়েন্টের পার্থক্য। আজকের ম্যাচে আবাহনী ৩ পয়েন্ট পেলে শিরোপা রেসে দারুণভাবে ফিরবে আর বসুন্ধরা জিতে গেলে ৯ পয়েন্ট লিড নিয়ে শিরোপার কাছাকাছি থাকবে। আজকের ম্যাচে ড্র হলেও বসুন্ধরা কিংসের জন্য ইতিবাচক। ড্রতেও পয়েন্টের ব্যবধান ৬ থাকবে। চলতি মৌসুমে আবাহনী বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছে একবারই। স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল৷ ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস অংশগ্রহণ করেনি। লিগের প্রথম লেগে আজ আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

বিজ্ঞাপন

আবাহনীর ট্রাম্প কার্ড হতে পারেন কোস্টারিকার হয়ে গত বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও ল্যামোস অবশ্য ড্যানিয়েলের উপর বাড়তি চাপ রাখতে চান না, ‘আমাদের দলে ম্যাচ জেতানোর খেলোয়াড় অনেক রয়েছে। তারা যে কেউ ম্যাচ জেতাতে পারে।’ ড্যানিয়েল বসুন্ধরা কিংসে এক মৌসুম খেলেছেন। তার সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে কোচ অস্কারের,’ স্বাধীনতা কাপে আমরা পারেনি। এবার লিগে আমরা তিন পয়েন্ট নিয়ে শিরোপার কাছাকাছি অবস্থান করতে চাই ‘৷

আজ বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হোম ম্যাচ খেলবে স্বাধীনতা ক্রীড়া সংঘ। একই সময়ে সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারা ক্লাব খেলবে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও একই সময়ে খেলতে নামবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

নবম রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমন্ডি। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পুলিশ ফুটবল ক্লাব। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে একধাপ নিচে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত