অধিনায়ক হিসেবে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড মুল্ডারের

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারের। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসেই ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরি করেছেন মুল্ডার। ফলে টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মুল্ডার।
নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা ও ভারপ্রাপ্ত দলনেতা কেশব মহারাজার ইনজুরিতে এই টেস্টে নেতৃত্ব পান মুল্ডার। অধিনায়কত্ব পেয়েই বিশ্ব রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।
বুলাওয়েতে গতকাল থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। মুল্ডরের ডাবল-সেঞ্চুরিতে দিন শেষে ৪ উইকেটে ৪৬৫ রান করেছিল প্রোটিয়ারা। ২৬৪ রানে অপরাজিত ছিলেন মুল্ডার।
ফলে টেস্ট নেতৃত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিলেন মুল্ডার। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করে এতদিন রেকর্ড দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং।
দ্বিতীয় দিন ট্রিপল সেঞ্চুরি তুলে বিশ্ব রেকর্ডের জন্ম দেন মুল্ডার। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরিতে যেতে পারেনি কেউই।
রেকর্ড ট্রিপল সেঞ্চুরি করতে ২৯৭ বল খেলেন মুল্ডার। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরিতে এটি দ্বিতীয় দ্রুততম। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি কওে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের বিরেন্দার শেবাগ।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও নজির গড়েছেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করেছেন হাশিম আমলা। ২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আমলা।
বিশ্ব রেকর্ড গড়া ইনিংসে ব্রায়ান লারার ৪০০ রানের নজির দখলে নেওয়ার ভাল সুযোগ ছিল ক্যারিয়ারের ২১তম টেস্ট খেলতে নামা মুল্ডারের। কিন্তু ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত থাকতেই ৫ উইকেটে ৬২৬ স্কোরেই দলের ইনিংস ঘোষণা করে দেন তিনি। তার ৩৩৪ বলের ইনিংসে ৪৯টি চার ও ৪টি ছক্কা ছিল। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারিতে দ্বিতীয় স্থানে উঠেছেন মুল্ডার।
মুল্ডারের অপরাজিত ৩৬৭ রান টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস বিবেচনায় এটি পঞ্চম স্থানে আছে। ৪০০ রানের ব্যক্তিগত ইনিংসে বিশ্ব রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।
সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে আরও আছেন- অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন (৩৮০ রান), লারা (৩৭৫ রান) এবং শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে (৩৭৪ রান)।