অফিসার ইনচার্য মনিরামপুর নেহালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময়

প্রকাশঃ Jul 7, 2025 - 20:03
অফিসার ইনচার্য মনিরামপুর নেহালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময়


জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর প্রতিনিধিঃ- আজ সোমবার সকাল ১১টায় মনিরামপুর থানা অফিসার ইনচার্য মোঃ বাবলুর রহমান খানের সাহিত নেহালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের  মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে অফিসার ইনচার্য বাবলুর রহমান খান নেহালপুর প্রেসক্লাব এবং  এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজির  বিষয় খোঁজ খবর নেন। তিনি আরো বলেন আমি থাকতে মনিরামপুরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না। মতবিনিয়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অনলাইন সংবাদ পোর্টালেন নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল আলম,  আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস কে মিজানুর রহমান , যুগ্ম সম্পাদক মাসুদ রায়হান সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস সাগর, অর্থ বিষায়ক সম্পাদক হুমায়ুন কবির বাবলু। পরিশেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি মহোদয় মনিরামপুরকে প্রেসক্লাবে আসার আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সম্মতি জ্ঞাপন করেন ও সকলের সহোযোগিতা কামনা করেন।