স্বপ্ন পূরণের কথা জানালেন ফারিয়া

প্রকাশঃ Jul 6, 2025 - 14:27
স্বপ্ন পূরণের কথা জানালেন ফারিয়া

দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। এখন অভিনয় কমিয়ে দিয়েছেন, কারণ ফারিয়া চাকরি নিয়ে ব্যস্ত। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে যুক্ত আছেন তিনি। এর মধ্যে সুযোগ পেয়ে ঘুরতে গেলেন শ্রীলঙ্কা। দেশটির গলের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছেন।শবনম ফারিয়ার ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন ফারিয়া, মুখে মিষ্টি হাসি, কালো পোশাকে একদম স্বতঃস্ফূর্ত। ছোট কাঁধে ঝোলানো ব্যাগ আর নিখাদ ভ্রমণ উদ্দীপনায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি।কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’ যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।”ভ্রমণের ছবিগুলোতে মুগ্ধ হয়ে পড়েছেন অনুরাগীরাও।

একজন লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’ এভাবেই কমেন্ট বক্স ভরে উঠছে ভালোবাসায়।এক যুগের অভিনয় জীবন শবনম ফারিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক নাটক ও টেলিছবি। সেই সঙ্গে সিনেমায়ও কাজ করেছিলেন এ অভিনেত্রী। বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন ফারিয়া। তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটকের মধ্যে রয়েছে ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’, ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘মাছ পাখি ও তুমি’। ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’, ‘শান্তিপুরীতে অশান্তি’ ইত্যাদি।ফারিয়া ‘দেবী’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তাকে নিলু চরিত্রে দেখা গেছে। এ চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন ফারিয়া। ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের জীবনের পথ ভিন্ন পথে বেঁকে যায়। ফারিয়া এখন নিজের মতো যাপন করছেন তার জীবন।