ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআাইজি রেজাউল করিম মল্লিকের বিদায় সংবর্ধনা

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআাইজি রেজাউল করিম মল্লিকের বিদায় সংবর্ধনা

মাফিজুল ইসলাম বন্ধন

সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিককে বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫ খ্রি.) সকালে ডিবি কম্পাউন্ডে হল অফ ডিটেকটিভস্ এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিদায়ী ডিবি প্রধানের বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ডিবির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তৎকালীন ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গতকাল বুধবার (৭ মে ২০২৫ খ্রি.) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব  রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে।