সবার আগে বাংলাদেশ, ঢাকা-১৪ গন মিছিলে তুলির অঙ্গীকার

প্রকাশঃ Nov 5, 2025 - 20:05
সবার আগে বাংলাদেশ, ঢাকা-১৪ গন মিছিলে তুলির অঙ্গীকার

ঢাকা-১৪ আসনের জন্য সানজিদা ইসলাম তুলিকে বিএনপি মনোনীত করেছে সবার আগে বাংলাদেশ, বিএনপির গন মিছিলে তুলির অঙ্গীকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুমরে শিকার ব্যক্তিদের পরিবার গুলোর সংগঠন  মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক ভাবে তার মনোনয়ন ঘোষণা করেন।

বছরের পর বছর ধরে, তুলি মায়ের ডাকের মাধ্যমে গুম পরিবারের জন্য ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ছিলেন।  তার ভাই সাজেদুল ইসলাম সুমন — বিএনপির (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক — ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে বসুন্ধরা এলাকা থেকে সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনী তাকে তুলে নিয়ে যান এবং তখন থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এই ব্যক্তিগত দুঃখজনক ঘটনা তুলির সক্রিয়তার সূত্রপাত করে, যা তখন থেকে গুমের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি মানবাধিকার আন্দোলনে পরিণত হয়েছে। বুধবার দুপুর ২টায়, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার থেকে তুলির প্রার্থীতার সমর্থনে একটি গণমিছিলের আয়োজন করা হয়। র‍্যালিটি মাজার রোড, শাহ আলী মাজার, সনি সিনেমা হলের পশ্চিম পাশ, চিড়িয়াখানা রোড এবং কমার্স কলেজ মোড় হয়ে ২ নং ন্যাশনাল বাংলা হাই স্কুলের সামনে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন,

যুবদল উত্তরের সাবেক  সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল,বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ,এ বি এম রাজ্জাক,গাজী রেজানুল রহমান রিয়াজ,শামীম পারভেজ,হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া,হাফিজুল হাসান শুভ্র, আলহাজ্ব কফিল উদ্দিন,সাফায়েত রাব্বী আরাফাত,গোলাম রসুল পারভেজ, শ্যামল আহমেদ রাসেল,স্বেচ্ছাসেবক দলের উত্তর সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি,ছাত্রদল (পশ্চিম) সভাপতি রবিন খান,এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সরওয়ার আলম পিয়াস, রফিকুল আলম জিন্নাহ, ইকবাল হাসান দিপু, হাফিজুর রহমান হাফিজ, কাউন্দিয়া ইউনিয়নের বিএনপি, বনগাঁ ইউনিয়ন বিএনপি সহসকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষ নির্বাচনী প্রতীক প্রচারমূলক লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করেন অংশগ্রহণকারীরা।তারা তাদের আস্থা ব্যক্ত করে বলেন,তুলির নেতৃত্বে ঢাকা-১৪ আসনে বিএনপির বিজয় মাদকমুক্ত সমাজ এবং জনমুখী উন্নয়ন উদ্যোগ আনবে।  শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাবেশে ভাষণ দিতে গিয়ে সানজিদা ইসলাম তুলি বলেন:

“আমরা অপহরণ, নির্যাতন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি—সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই। যারা গুম হয়েছেন তারা সবাই আমার ভাই। আমি কেবল একজনের বোন নই—আমি হাজার হাজার নিখোঁজ ভাইয়ের বোন। এই যাত্রা তাদের জন্য।” তিনি আরও বলেন: যুবকদের মাদক থেকে দূরে রাখা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং শান্তি পুনরুদ্ধার করা। সবার আগে  বাংলাদেশ’ এই চেতনা নিয়ে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব।” ঢাকা-১৪ আসনটি দারুস সালাম, মিরপুর, শাহ আলী, রূপনগর, কাউন্দিয়া এবং বনগাও ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত। তুলির মনোনয়ন ঘোষণার পর, নির্বাচনী এলাকা জুড়ে বিএনপি কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহের ঢেউ উঠেছে।