২৬ লক্ষ ভারতীয় কাজ করে প্রমাণ করতে পারেননি তিনি: তারিন

ছোট পর্দার গুণী অভিনেত্রী ইয়াসমিন জাহান তারিন। তিনি বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। প্রায় তিন দশকের ক্যারিয়ারে টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন। অভিনয় করেছেন সিনেমাতেও। এ ছাড়া নৃত্যশিল্পী হিসেবেও সুখ্যাতি আছে তার।মঙ্গলবার দিবাগত রাতে তারিন তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি জুড়ে দিয়ে তারিন লিখেছেন, ‘‘সেই গত বছরের জ্বালাময়ী বক্তব্য এই দেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, যা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি তিনি।’’এই নিউজ লেখা পর্যন্ত তারিনের ওই পোস্ট একশো পনেরো জন শেয়ার করেছেন। পোস্টে লাইক দিয়েছেন প্রায় দেড় হাজার নেটিজেন।
এর আগে মঙ্গলবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে অংশ নিয়ে আইন উপদেষ্টা বক্তব্য দেন। তিনি বলেন, ‘‘ শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে, আমি স্যরি, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আপনারা বলতে পারেন ২৫শে মার্চের কালো রাত্রি হয়েছে। অবশ্যই ২৫শে মার্চের কালো রাত্রিতে ভয়াবহ ঘটনা ঘটেছে। ওটাতো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর।’’আইন উপদেষ্টার ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ধারণা করা হচ্ছে, আইন উপদেষ্টার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অভিনেত্রী তারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট লিখেছেন।তারিনের ওই পোস্টের কমেন্টে শর্মিলা চৌধুরী নামের একজন লিখেছেন, ‘‘জোক অব দ্যা ইয়ার।’’
উল্লেখ্য, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।