নির্মাতা থেকে প্রযোজক; নতুন চমকে ফয়েজ হৃদয়
দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করে পরিচিতি পাওয়া ফয়েজ হৃদয় এবার ভিন্ন ভূমিকায় হাজির হচ্ছেন। এবার তিনি ক্যামেরার পেছনের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায়—প্রযোজক হিসেবে। তার প্রযোজনায় নির্মিত নতুন টেলিভিশন নাটক ‘পুরানো দিনের প্রেম’ ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচারের অপেক্ষায় রয়েছে। তবে নাটকটির সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
নাটকটির প্রকাশিত পোস্টারেই ফুটে উঠেছে এর আবেগঘন ধারা। লাল ও সাদা রঙের মিশেলে সাজানো ভিজ্যুয়াল, গোলাপের প্রতীক এবং দুই চরিত্রের নস্টালজিক উপস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দেয়—এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং স্মৃতি, সময় এবং হারিয়ে যাওয়া অনুভূতির পুনর্জাগরণ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। অভিনয়ে রয়েছেন বাবু সিদ্দিকী, মায়া রহমান, তুষার ভূঁইয়া, শেখ স্বপ্ন, রিবন, মারিয়া, নাসির, তুষার, জাকিরসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন ইমন ইসরার, সম্পাদনায় রবিন, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সাইদুর রহমান রিয়াদ। পোশাক পরিকল্পনায় মায়া রহমান, আর্ট ডিজাইনে প্রীত বিশ্বাস, সংগীতে প্রান্ত ঘোষ, ব্যবস্থাপনায় ফয়সাল দাদ এবং প্রযোজনা সহযোগিতায় রয়েছে বিশ্বফুল মিডিয়া।
গল্পের বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ‘পুরানো দিনের প্রেম’ মূলত সেই ভালোবাসার গল্প, যা সময়ের সাথে বদলে যায় না—বরং মানুষের ভেতরে লুকিয়ে থাকে স্মৃতি হয়ে। আধুনিক সম্পর্কের ভাঙাগড়ার বিপরীতে পুরোনো দিনের সরলতা, অনুভূতির গভীরতা এবং আবেগের স্থায়িত্বকে তুলে ধরা হয়েছে নাটকটিতে।
এ প্রসঙ্গে প্রযোজক ফয়েজ হৃদয় বলেন, “আমি সবসময় গল্পনির্ভর কাজের প্রতি বিশ্বাসী। দর্শক যেন নাটক দেখে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পায়—এটাই আমার লক্ষ্য। ‘পুরানো দিনের প্রেম’ শুধু রোমান্টিক গল্প নয়, এটা আবেগ আর স্মৃতির গল্প। প্রযোজক হিসেবে আমার প্রথম দিকের কাজগুলোর একটি হলেও, আমি চেষ্টা করেছি মানের সঙ্গে কোনো আপস না করতে। ইনশা আল্লাহ দর্শক ভালো কিছুই পাবেন।”
সহকারী পরিচালকের ব্যস্ত সময় পার করে প্রযোজনায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, “অনেকদিন ধরে ভেবেছি গল্পের ভেতরের জায়গায় কাজ করবো। শুধু নির্মাণ প্রক্রিয়ার অংশ না থেকে, পুরো প্রজেক্টের ভাবনা, গল্প নির্বাচন ও বাস্তবায়নের জায়গায় থাকতে চেয়েছি। এই নাটক সেই পথচলার শুরু।”
মিডিয়া সংশ্লিষ্টরা মনে করছেন, গল্পকেন্দ্রিক নির্মাণে গুরুত্ব দেয়ার কারণে ফয়েজ হৃদয়ের এই নতুন যাত্রা ছোটপর্দায় ভিন্ন স্বাদের নাটক নির্মাণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে নাটকটির পোস্টার সামাজিক মাধ্যমে ঘুরতে শুরু করেছে, যা দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
সম্প্রচারের তারিখ এখনও ঘোষণা না হলেও, ‘পুরানো দিনের প্রেম’ যে আবেগনির্ভর দর্শকদের জন্য একটি অপেক্ষার নাম হয়ে উঠছে—তা বলাই যায়। আর সহকারী পরিচালকের পরিচিত মুখ ফয়েজ হৃদয়ের এই রূপান্তর, তাকে মিডিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করার ইঙ্গিত দিচ্ছে।