অর্থ আত্মসাৎকারী আওয়ামী দোসরের বিরুদ্ধে ছিন্নমূল বণিক সমবায় সমিতির সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুর-১ নম্বরের ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গত ১১ সেপ্টেম্বর নির্বাচনে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমিতির অর্থ ও সম্পদ আত্মসাতকারী কতিপয় মিথ্যাচারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফিজুর রহমান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের স্থানীয় সরকার, পল্লী বিভাগের নিবন্ধিত ও বহুল আলোচিত একটি অরাজনৈতিক সমবায় প্রতিষ্ঠান ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিঃ, রেজিঃ নং-১৫৬, তারিখ ২০/০৮/১৯৮৪ইং প্রতিষ্ঠিত হয়। গত ১১/০৯/২৫ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমিতির অর্থ ও সম্পদ আত্মসাৎকারী কতিপর সদস্য কর্তৃক মিথ্যাচারের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন।
তিনি আরও বলেন, ২৮/০৪/২০২২ তারিখে ছিন্নমূল বণিক সমবায় সমিতির লিমিটেডের ৬ (ছয়) সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৯/০৪/২০২২খ্রিঃ তারিখে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২৭/০৪/২০২৫ তারিখে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবার পূর্বে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা সমিতির সদস্যগণ সমিতির সমস্যা মোকাবিলা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিধিগতভাবে ব্যবস্থাপনা কমিটি না হওয়া পর্যন্ত সমূহ বিপদের আশংকায় সার্বিক পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত আইন ২০০৯, ২০১৩ পর ২০২০) এর ১৮(৫) ধারা মোতাবেক অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসার, ঢাকা মহোদয় বরাবরে আবেদন করি। তিনি আবেদন গ্রহণ করেন এবং ৪৭.৬১.২৬.০০.০০০৩৩.৯৫৮- তারিখ ১৫/০৫/২০২৫ইং মূলে জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক জনাব মোঃ আইন উদ্দীনকে সভাপতি ও উক্ত কার্যালয়ের পরিদর্শক কে সদস্যসহ ৬ (ছয়) সদস্য বিশিষ্ট অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেন ও ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব অর্পনের নির্দেশনা প্রদান করেন। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত নির্বাচন করার নির্দেশনা অব্যাহত রাখেন।
তঃপ্রেক্ষিতে যথারীতি সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত আইন ২০০২, ২০১৩ ও ২০২০) এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ১৩(৩) বিধি মোতাবেক নির্বাচনের ৬০ দিন পূর্বেই নির্বাচন বিজ্ঞপ্তি, বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিটি গঠন, চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন, নির্বাচন তফসিল জারীকরণ, তফসীল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ, মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাই ইত্যাদি সম্পন্ন করি।
এ সকল প্রক্রিয়ায় সমিতির সম্পদ আত্মসাৎকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগের সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর একান্ত সহকারী ছাত্র হত্যা মামলার আসামী আক্তার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান ও ছিন্নমূল বণিক সমবায় সমিতির লিঃ এর অর্থ ও সম্পদ লুন্টনকারী আকতার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান, আব্দুল লতিফ দেওয়ান ও বাতিলকৃত সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ না করে নির্লিপ্ত থাকে এবং সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রয়াস চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মালেক মাদবর, সহ সভাপতি মো. ইসহাক জোমাদ্দার, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন রনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা ও আয়েশা বেগমসহ সাধারণ সদস্য, ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।