‘সায়ারা’র মন ছুঁয়ে যাওয়া গানের কে এই কাশ্মীরি গায়ক

মোহিত সুরি পরিচালিত ‘সায়ারা’ সিনেমাটি ইতোমধ্যে বক্স অফিসে সুপারহিট হয়ে উঠেছে। আহান পান্ডে ও অনীত পাড্ডার প্রথম চলচ্চিত্র হলেও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে ছবির গানগুলো।বিশেষ করে শিরোনামের গানটি যেন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।এই গানটি যার কণ্ঠে প্রাণ পেয়েছে তার নাম ফাহিম আব্দুল্লাহ। কাশ্মীরের হৃদয় ছুঁয়ে যাওয়া এক কণ্ঠস্বর। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
ফাহিম আব্দুল্লাহ তার দীর্ঘদিনের সংগীতসঙ্গী আর্সলান নিজামীকে সঙ্গে নিয়ে মুম্বাই এসেছিলেন। তাদের সংগীত কাশ্মীরে জনপ্রিয় হলেও জাতীয় পর্যায়ে ছিল অপরিচিত। দু’জনে মিলে সিদ্ধান্ত নেন, মুম্বাইয়ে ভাগ্য পরীক্ষা করবেন। তাদের কাছে তখন সঞ্চয় ছিল মাত্র ১৪ দিনের খরচ চালানোর মতো।ঠিক ১৩তম দিনে তাদের পরিচয় হয় জনপ্রিয় সুরকার তনিস্ক বাগচীর সঙ্গে। তিনি তখন ‘সায়ারা’ অ্যালবামের কাজ করছিলেন। সেখান থেকেই তাদের জীবনে মোড় ঘুরে যায়।
ফাহিম শুধুই গায়ক নন। তিনি একাধারে গীতিকার, কবি, বক্তা, চলচ্চিত্র নির্মাতা এবং ইভেন্ট ম্যানেজারও।একসময় তিনি ‘দ্য ইম্যাজিনারি পোয়েট’ নামেও পরিচিত ছিলেন। তিনি একজন লেখক ও কবি, যিনি হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় ছোটগল্প ও কবিতা লিখতে ভালোবাসেন। তার সৃষ্টিশীলতার মূল অনুপ্রেরণা নিজের জন্মভূমি কাশ্মীর। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ইশক, ঝেলম, গল্লান, এ ইয়াদ, জুদাই, তেরা হোনা, আঁখেন এবং হাম দেখেঙ্গে। তবে ‘সায়ারা’র শিরোনাম গানটি তার প্রথম বলিউড প্লেব্যাক। এই গান তাকে রাতারাতি পরিচিত করে তোলে গোটা দেশে।ফাহিম কাশ্মীরে একাধিক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এছাড়া তিনি ‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবীর খানের একটি বিজ্ঞাপনী চিত্রনাট্যে সহকারী হিসেবেও কাজ করেছেন।