আলোচিত তনুশ্রী কেন বিয়ে করেন না?

অভিনয়ে সরব না থাকলেও ব্যক্তিগত কারণে মাঝে মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হিন্দি সিনেমার অভিনেত্রী তনুশ্রী দত্ত। গত ২২ জুলাই রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। তার অভিযোগ—নিজের বাড়িতে হেনস্তার শিকার হচ্ছেন তিনি। অভিনয়ে যেমন অনুপস্থিত, তেমনি সংসারও বাঁধেননি ৪১ বছরের তনুশ্রী। সর্বশেষ ভিডিওতে কাঁদতে দেখে প্রশ্ন উঠেছে, এখনো কেন অবিবাহিত এই অভিনেত্রী?
‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তনুশ্রী দত্ত। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে আদিত্য দত্তর। একই সিনেমায় কাজ করতে গিয়ে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করেন তনুশ্রী-আদিত্য। তবে এ সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। এক সাক্ষাৎকারে তনুশ্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, এখনো পরিচালকের সঙ্গে সম্পর্কে রয়েছেন কি না? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি সিঙ্গেল। আদিত্যর টাচে আমি সাত মাসের মতো ছিলাম।” বিয়েকে ‘পবিত্র বন্ধন’ বলে মন্তব্য করেন তনুশ্রী। তাহলে এখনো কেন অবিবাহিত? জবাবে তনুশ্রী বলেন, “আমি আমার পরিবার, বন্ধুত্বে কী চাই—সে বিষয় আমি জানি। আমার মাঝে স্বচ্ছতা আছে, তাই আমার মতো মানুষ দীর্ঘ সময় ধরে অবিবাহিত থাকে, যতক্ষণ না খুব গভীর বা সুনির্দিষ্ট কিছু ঘটে।”
১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খন্ডের জামশেদপুরের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তনুশ্রী দত্ত। সেখানকার ডি. বি. এম. এস. ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। পর পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। পরে মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করে নেন এই অভিনেত্রী।
২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী দত্ত। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ দিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দারুণ আলোচনার জন্ম দেন।