অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

প্রকাশঃ Aug 30, 2025 - 21:17
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচের তৃতীয় দিনে সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হারল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ১১৪ রানের জবাবে ৩৮০ রান করেছিল সাউথ অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৬ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে পিছিয়ে ছিল সফরকারীরা।  তৃতীয় দিন বাকী ৭ উইকেটে ১৪৮ রান যোগ করে ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের হয়ে শাহাদাত হোসেন দিপু সর্বোচ্চ ৪৯, হাসান মুরাদ ৪২, ইয়াসির আলি ৩৬ ও ইফতিখার হোসেন ইফতি ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার জর্ডান বাকিংহাম ৩ উইকেট নেন। চারদিনের ম্যাচের আগে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের টুর্নামেন্টে নবম হয় বাংলাদেশ এ’ দল।