ইয়েমেন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরাইলি সেনাবাহিনী

প্রকাশঃ Jul 7, 2025 - 11:31
ইয়েমেন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরাইলি সেনাবাহিনী

সোমবার ইসরাইল জানিয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে একের পর এক হামলার কয়েক ঘণ্টা পর তাদের দিকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজে। এরপর ইয়েমেন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলো ভূপাতিত করার চেষ্টা হয়েছে এবং এ বিষয়ে ফলাফল পর্যালোচনা চলছে।