এইচএসসিতে ফের ফরম পূরণের সুযোগ
প্রকাশঃ Jun 17, 2025 - 19:07
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বিলম্ব ফিসহ ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কার্যক্রম শুরু হবে ১৮ জুন থেকে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ১৯ জুন পর্যন্ত ফি পরিশোধের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর পরে কোনক্রমেই ফরম পূরণের আবেদন নেয়া হবে না।