কাল থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ

আগামীকাল শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। গত জুন মাসে ঈদুল আযহার টানা ১০ দিনের ছুটির পর এইটিই হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি। আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির সাথে যোগ হচ্ছে রোববারের আশুরার ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এই ছুটির দিনগুলোতে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।এ সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।