কুয়াকাটার লেম্বুরবনে সচেতনতামূলক প্রোগ্রাম ও বিচ ক্লিনিং অনুষ্ঠিত

প্রকাশঃ Dec 8, 2025 - 13:56
কুয়াকাটার লেম্বুরবনে সচেতনতামূলক প্রোগ্রাম ও বিচ ক্লিনিং অনুষ্ঠিত

উপকূলীয় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে কুয়াকাটার লেম্বুরবনে সচেতনতামূলক প্রোগ্রাম ও বিচ ক্লিনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে অংশ নেয় স্থানীয় পর্যটক,শিক্ষার্থী, পরিবেশকর্মী ও উপরা’র স্বেচ্ছাসেবীরা। লেম্বুরবন এলাকার বিভিন্ন অংশে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে বন্যপ্রাণী ও বনসংরক্ষণে করণীয় সম্পর্কে পর্যটকদের অবহিত করা হয়।

বন বিভাগের গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,কুয়াকাটার লেম্বুরবন উপকূলীয় জীববৈচিত্র্যের অত্যন্ত মূল্যবান অংশ। বন্যপ্রাণী, লাল কাঁকড়া, সমুদ্রতট ও বন সবই আমাদের সম্পদ। এগুলো টিকে রাখতে হলে প্রত্যেক স্থানীয় মানুষ, পর্যটকের সচেতন আচরণ প্রয়োজন।

উপরা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু  বলেন, প্লাস্টিক-পলিথিনই আজ পরিবেশের সবচেয়ে বড় শত্রু। এক মিনিটের অসচেতনতা বহু বছরের ক্ষতি ডেকে আনে। তাই সবাইকে অনুরোধ করছি সৈকতে বর্জ্য ফেলবেন না, লাল কাঁকড়াকে ধরবেন না, বনের গাছপালা নষ্ট করবেন না।

স্বেচ্ছাসেবী শামীম রেজা জানান,পরিবেশ রক্ষা শুধু সংগঠনের কাজ নয় এটা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। সচেতনতা আমার থেকেই শুরু হোক।

প্রোগ্রামের শেষে অংশগ্রহণকারীরা ‘প্লাস্টিক নয়, প্রকৃতিই হোক আমাদের সঙ্গী’ স্লোগান ধারণ করে লেম্বুরবন ও সৈকত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।