গোপালগঞ্জে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশঃ Jun 16, 2025 - 09:46
গোপালগঞ্জে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলার কোটালীপাড়া উপজেলায় আজ অভিযান চালিয়ে সরকারি জমি থেকে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।আজ রোববার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও আরডিও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী জানান, দীর্ঘদিন যাবৎ কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়া মোড়, আরডিও এলাকায় জেলা পরিষদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছিলেন। ১৪দিন দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা অবৈধ স্থাপনা না সরানোয় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস প্রমুখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।