টেক্সাসে আকস্মিক বন্যাটি ‘ভয়াবহ’ : ট্রাম্প

প্রকাশঃ Jul 5, 2025 - 14:22
টেক্সাসে আকস্মিক বন্যাটি ‘ভয়াবহ’ : ট্রাম্প

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাসে ‘আকস্মিক’ বন্যাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।  আকস্মিক এ বন্যার ফলে কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছে ও একাধিক শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটা একটি ভয়াবহ বন্যা। এটা মর্মান্তিক’। 

তিনি সাংবাদিকদের  বলেন, দক্ষিণ-সেন্ট্রাল টেক্সাসের কের কাউন্টিতে গ্রীষ্মকালীন ক্যাম্পে নিখোঁজ কমপক্ষে ২০ জন নারীসহ আটকা পড়াদের খুঁজে বের করার জন্য উদ্ধারকারী দল কাজ করছেন।