তবে কি আজই অপসারণ করা হচ্ছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে?

প্রকাশঃ Jul 1, 2025 - 08:56
তবে কি আজই অপসারণ করা হচ্ছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে?

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে জোরাল গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে। অনেকেই প্রশ্ন তুলছেন—তবে কি আজই তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হচ্ছে? কারণ আজ থেকে শুরু গণঅভ্যুত্থানের সেই জুলাই মাস। যদিও এ নিয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি। তবে অনানুষ্ঠানিক, অসমর্থিত নানা সূত্রের দাবি, রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং তা আজ মঙ্গলবার যেকোনো সময় কার্যকর হতে পারে।

রাষ্ট্রপতি চুপ্পুকে অধিকাংশ রাজনৈতিক দল, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা, শহীদ পরিবার, আহত পরিবার এবং আহতরা মনে করেন তিনি পলাতক শেখ হাসিনার দোসর। সে কারণে,  জুলাইয়ের এক বছর পূর্তিতে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান বীরেরা তাকে আর দেখতে চান না। কারণ চুপ্পুকে দেখলেই হৃদয়ে রক্তক্ষরণ হয় তাদের এবং  মনে পড়ে কিভাবে এই রাষ্ট্রপতি ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা সরকারকে অন্ধসমর্থন দেয়। শুধু তাই নয় বরং নিশ্চুপ থাকেন পুরোটা আন্দোলনে। এমতাবস্থায় জুলাইয়ের মহানায়করা মনে করেন -এই রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এ পদে থাকার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, ‘ভেতরের খবর অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা।’তবে এসব দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি বক্তব্য বা দলীয় ঘোষণার দেখা মেলেনি। রাষ্ট্রপতির কার্যালয় থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।বিষয়টি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকে এটিকে ‘সোশ্যাল মিডিয়া জল্পনা’ বলে উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, ‘আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।’এদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, তিনি এ ধরনের কোনো তথ্য জানেন না এবং দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।