মিরপুরে অলিগলি জুড়ে মাদকের রমরমা বাণিজ্য, ধ্বংসের মুখে যুব সমাজ

প্রকাশঃ Dec 29, 2025 - 17:10
মিরপুরে অলিগলি জুড়ে মাদকের রমরমা বাণিজ্য, ধ্বংসের মুখে যুব সমাজ

ঢাকার মিরপুর এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকের অবৈধ বাজার। অলিগলি থেকে শুরু করে আবাসিক এলাকার ভেতরের গলিগুলোতেও এখন প্রকাশ্যেই মাদক কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মাদক সহজলভ্য হয়ে ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কিশোর ও যুব সমাজ।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই কিছু নির্দিষ্ট অলিগলিতে সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যায়। স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের অনেককেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এতে করে অপরাধ, চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে বলে দাবি তাদের।
এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আমরা আতঙ্কে থাকি। মাদকের কারণে অনেক ভালো ছেলে-মেয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে।”

সামাজিক বিশেষজ্ঞদের মতে, মাদকের সহজ প্রাপ্যতা যুব সমাজের নৈতিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে। পড়াশোনায় অনীহা, পারিবারিক অশান্তি এবং সহিংস আচরণ বাড়ার পেছনে মাদক একটি বড় কারণ।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালানো হলেও স্থানীয়দের অভিযোগ, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তারা মিরপুরে নিয়মিত টহল ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, শুধু আইন প্রয়োগ নয়—পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে মাদক মিরপুরের পুরো যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।