শ্রেষ্ঠ স্বামী হওয়ার আভাস দিলেন সালমান খান

প্রকাশঃ Jul 10, 2025 - 09:12
শ্রেষ্ঠ স্বামী হওয়ার আভাস দিলেন সালমান খান

বলিউড ভাইজান সালমান খান এখন পর্যন্ত অনেক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপরেও তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু তিনি চিরকুমারও থাকবেন না, সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন এ সুপার স্টার। তার বিয়ে করার ইচ্ছে কি এখনো রয়েছে? এই প্রশ্ন তুলেছেন সালমান খানের অনুরাগীরা।

কিছুদিন আগে ভগ্নিপতীর জন্মদিনেই ভাইজান আভাস দিয়েছেন, একদিন তিনিও হবেন শ্রেষ্ঠ স্বামী ও শ্রেষ্ঠ বাবা। এই ইঙ্গিতে উচ্ছ্বসিত সালমানের অনুরাগীরা। এসবের মধ্যেই নতুন জল্পনা উস্কে দিলেন তিনি। বুধবার রাতে সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন।

দীর্ঘদিন সংগীতার সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। সেই সাবেক প্রেমিকার জন্মদিনেই উপস্থিত হন সালমান খান। জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশ করার আগেই চেনা মেজাজে ধরা দিলেন তিনি। সেখানেও ঘটালেন এক কাণ্ড।

সালমানের সঙ্গে দেখা হয় এক খুদে ভক্তের। মায়ের কোলে ছিল সেই খুদে ভক্ত। কিন্তু এ বয়সেই সে বুঝতে পারে, সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং সালমান। তাই ভাইজানকে দেখেই আনন্দে হাসতে থাকে সেই শিশু। অনুরাগীদের বক্তব্য, ছোট থেকে এই শিশু সালমান ভক্ত হয়ে উঠেছে।সালমানের এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরাও। এ ভিডিও দেখেই সালমান অনুরাগীদের মত, বাবা হওয়ার জন্য প্রস্তুত তিনি। সত্যিই এবার সালমানের বিয়ে করে সংসার শুরু করা উচিত।সালমান ও সংগীতার বিয়ে একটা সময় স্থির হয়ে গিয়েছিল। বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন। সালমান নিজেও ‘কফি উইথ করন’র এক পর্বে স্বীকার করেছিলেন, সংগীতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় ভেঙে যায় সেই বিয়ে।