সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বির

প্রকাশঃ Jan 7, 2026 - 22:30
সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বির

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বির সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ রাজধানীর একটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত মুসাব্বিরের মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।