সিঙ্গাপুরে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সম্মানে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিঙ্গাপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জনপ্রিয় রাজনীতিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী, সমাজসেবক এবং ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সিঙ্গাপুর আগমন উপলক্ষে প্রবাসী নেতাকর্মীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ (কসবা ও আখাউড়া), সিঙ্গাপুর এর উদ্যোগে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২০২৫ সালের ২৮ জুন, শনিবার সন্ধ্যা ৮টায় সিঙ্গাপুরের রয়েল রোডে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘বাংলার স্বাদ’-এ উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সিঙ্গাপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোঃ ইকবাল। সভার সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম বিপ্লব, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ, সিঙ্গাপুর ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আশরাফ খান রবিন। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি সিঙ্গাপুর শাখার সভাপতি জনাব সামসুর রহমান ফিলিপ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই আগস্ট বিপ্লবে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাস থেকেও দেশের রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখছেন।
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছে প্রকৃত সৈনিক। আমি আপনাদের সঙ্গে নিয়ে কসবা-আখাউড়ার প্রতিটি অঞ্চলে উন্নয়নের ধারা পৌঁছে দিতে চাই।” সভায় কসবা ও আখাউড়া উপজেলার কয়েক শত প্রবাসী বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা কবীর আহমেদ ভূঁইয়ার আগমনকে স্বাগত জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সজীব সরকার, হুমায়ুন খান, আকরাম হোসেন, রবিউল হকসহ আরও অনেকে। অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় রূপ নেয়। মতবিনিময় সভা শেষে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলাপচারিতার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “আমি কসবা-আখাউড়ার উন্নয়নে আমার সর্বশক্তি দিয়ে কাজ করে যাব। আপনারা প্রবাসে থেকে যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা আমার প্রেরণা। জনগণের কল্যাণে রাজনীতি আমার অঙ্গীকার।”