১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ❑ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৫ হিজরি ❑ শুক্রবার

মিরপুরে সম্মিলিত সাংবাদিক জোটের ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক, অধিকরণ ডট কম

অধিকরণ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞাপন

মাফিজুল ইসলাম : চলমান মাহে রমজান উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) মিরপুরের হযরত শাহ্ আলী মহিলা কলেজ মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু এমপি বলেন,বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই দেশের গণমাধ্যমগুলো সর্বোচ্চ স্বাধীনতা ও সাংবাদিকেরা সর্বাধিক স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। আমিও কথা দিচ্ছি,যেকোনো সময় কোনো সাংবাদিক যেকোনো প্রয়োজনে আমার কাছে আসলে আমার পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন,সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের আনাচে কানাচে কর্মরত প্রতিজন সংবাদকর্মীকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের অংশ-দেশের সকল সাংবাদিক সংগঠনগুলোকে সবসময় এক হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে,বিএফইউজে’র যুগ্ম-সম্পাদক শেখ মামুনুর রশিদ বলেন,গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা তাকে জনগণের হাতে। সংবাদপত্রের মাধ্যমেই জনগণ প্রতিদিনের জাতীয়-আন্তর্জাতিক পরিস্থিতি ও সমাজ জীবনের সংগে সম্পৃক্ত হয়ে ওঠে।

ঢাকা রিপোর্টার ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বলেন,রাষ্ট্র ও সরকারের নীতি ও কর্মপন্থা সম্পর্কে জনগণ অবহিত হয় সংবাদপত্রের মাধ্যেমেই। বর্তমানে সামাজিক ন্যায়বিচার,মানব উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে সংবাদমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসময় সম্প্রতি কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাটি তুলে ধরে দৈনিক অধিকরণ ও ইংরেজী দ্য ডেইলী ট্রাইবুনাল পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ বলেন,সংবাদ সংগ্রহে গিয়ে বিভিন্ন সময় আমরা হামলা, মামলাসহ বিভিন্নভাবে হয়রানীর শিকার হয়ে থাকি। এসমস্যা নিরসনে দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহত্তর মিরপুর মিরপুর থানা ছাত্রলীগের সাবেক নেতা কবির চৌধুরী মুকুলের সার্বিক সহযোগিতা,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলামের সঞ্চালনায় ও সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাহ্ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পআরএফ) সভাপতি মোহাম্মদ আলম খান,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সহসভাপতি ও ক্র্যাবের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম,বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজ,এশিয়ান টিভির প্রতিনিধি আসাদুজ্জামান,এনামুল হক ইমন, জিএম সোহাগ, শাহ্ আলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, আলম খান,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সকল নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন

নিউজলেটার সাবসক্রাইব

জনপ্রিয়

আপনার জন্য আরো কিছু সংবাদ
সম্পর্কিত