ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচশ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।দেশটির জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। ইন্দোনেশিয়ার উপকূলরক্ষীদের মতে, রোববার মানাডো যাওয়ার পথে কে এম বার্সেলোনা ৫ নামের ওই ফেরির পেছনের দিকে আগুন লাগার পর যাত্রীরা লাইফ জ্যাকেট নিয়ে পানিতে লাফিয়ে পড়েন। মানাডো উদ্ধার সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি উপকূলরক্ষী জাহাজ ফেরিতে পানি ছিটাচ্ছে। এ সময় ফেরি থেকে কালো ধোঁয়া বেরুচ্ছিল। এদিকে এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন মানাদো উদ্ধার সংস্থার প্রধান জর্জ লিও মার্সি রান্ডাং। সোমবার এক বিবৃতিতে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরি ও পানি থেকে কমপক্ষে ৫৬৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।