ইরানে মার্কিন হামলার পর সতর্কতা বাড়িয়েছে ইসরাইল

প্রকাশঃ Jun 22, 2025 - 11:52
ইরানে মার্কিন হামলার পর সতর্কতা বাড়িয়েছে ইসরাইল

যুক্তরাষ্ট্র ইরানের উপর বিমান হামলা চালানোর পর, ইসরাইল রোববার দেশজুড়ে সতর্কতার মাত্রা বাড়িয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবল জরুরি কার্যক্রমই চালু থাকবে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে ‘দেশের সব এলাকাকে আংশিক ও সীমিত কার্যক্রম থেকে সরিয়ে অপরিহার্য কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ ও কর্মস্থল নিষিদ্ধ থাকবে, কেবল জরুরি খাতগুলো এর আওতামুক্ত থাকবে।’